টুইটারের মালিক ও মার্কিন ধনকুবেরকে নিয়ে সমালোচনার অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় গভীর রাতে সাংবাদিকদের পুরানো সব টুইটও মুছে ফেলা হয়েছে। তালিকায় রয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন এবং ওয়াশিংটনের সাংবাদিক।
টুইটারের মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে বলেছেন, নিষেধাজ্ঞাটি ডেটা লাইভ শেয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত। নিষেধাজ্ঞার তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন।
টুইটারের এমন স্থগিতাদেশকে সন্দেহ ও দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক টাইমসের মুখপাত্র। অ্যাকাউন্ট বাতিল করে দেওয়ার আগে কোনও ব্যাখ্যা বা সতর্ক করা হয়নি টুইটারের পক্ষ থেকে।
সাংবাদিকদের অ্যাকাউন্ট স্থগিতাদেশ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি মাস্ক। তবে তিনি বলেন, ডক্সিং নিয়ম সাংবাদিকদের জন্যও প্রযোজ্য।