বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে বরিশাল জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ২ লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত বরিশাল এর লাাহার হাট ও মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ও ভেদুরিয়া পয়েন্টে এই অভিযান চালানো হয় বলে নৌবাহিনী র পক্ষ থেকে দ্য ডেইলী স্টার কে জানানো হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী নৌবাহিনীর বি এন এস সালাম এ অবস্থানরত লেফটেনান্ট কমান্ডার সাহাদৎ জানান, মৎস্য অধিদপ্তরের কেন্দ্রীয় অফিসের অনুরোধে তারা ’জাটকা নিধন প্রতিরোধ অভিযান’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে নৌবাহিনী কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট, খুলনার কমান্ডে বিএন সালাম থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কীর্তনখোলা নদী সহ বরিশালের বিভিন্ন নদ নদী থেকে ১.৮ লাখ মিটার কারেন্ট জাল. ২০ হাজার মিটার সুতা জাল নদ নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত জাল কীর্তনখোলা নদীর তীরে চরকাউয়া পয়েন্টে পুড়িয়ে ফেলা হয়। এই জাল ব্যবহার করে ইলিশ মাছ অবৈধভাবে ধরতেছিলেন জেলেরা।
মৎস্য কর্মকর্তা, বরিশাল বিমল চন্দ্র দাস জানান, ঢাকা থেকে এই অভিযান মনিটরিং করা হচ্ছে। এটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এর প্রধান উদ্দেশ্য জাটকা ইলিশ রক্ষা করা।