কাতার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল মাঠে গড়ানোর আগে ফ্রান্স-মরক্কোর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। রাতে ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনাল পার করায় বিজয় উদযাপনে প্যারিসের শঁজ এলিজে জড়ো হয় সমর্থকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, শঁজ এলিজেতে বিজয় উদযাপনের সময় বিশৃঙ্খলা দেখা দিলে বাঁধা দেয় পুলিশ। মরক্কো ও পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার সমর্থক প্যারিসের ঐতিহাসিক ওই স্থানে জড়ো হয়। পতাকা উঁচিয়ে স্লোগান দিতে থাকে তারা।
পরে ফ্রান্স ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও কয়েক হাজার সমর্থক তাতে যোগ দেয়। এতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে, ভক্তরা পুলিশি হামলার প্রতিবাদে দোকান ও মোটর সাইকেলে ভাঙচুর চালায় ও জ্বালিয়ে দেয়। অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেঝে। দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
শনিবার রাতে আল থুমামা স্টেডিয়ামে ১-০ গোলে পর্তুগিজদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আফ্রিকার দেশটি। মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেছেন ইউসুফ এন-নেসিরি। আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সেমিতে উঠলো মরক্কো।
অপর ম্যাপ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফেভারিট ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেন চুয়ামেনি ও অলিভিয়ার জিরুদ। ইংল্যান্ডের হয়ে পেনাল্টিতে একটি গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেন হ্যারি কেইন।