মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপি হাজিপুর গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক একজন।
হাজিপুর গ্রামের ছাব্বির মিয়ার ছেলে মোঃ সালমান। আজ রাত পৌঁনে ১২ টার দিকে বুধবার ২১ এপ্রিল গোপন তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে এস আই আলমগীর ও এএসআই সারোয়ারের একটি দল অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত ব্যক্তি সালমানের বসত বাড়িতে, সাথে থাকা ইয়াবা তল্লাশি করে উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানা পুলিশের তদন্ত অছি হুমায়ুন কবির সাথে যোগাযোগ করা হলে এর সত্যতা নিশ্চিত করেন এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

Timir sent Today at 10:52 PM
