বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করে নতুন একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়া। এ ধরনের সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের ভোটাভুটিতে সর্বসম্মতভাবে এই আইনের পক্ষে মত দেন দেশটির আইনপ্রণেতারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

নতুন আইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় আদর্শের প্রতি যে কোনও ধরনের অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সমালোচকদের দাবি, এসব পদক্ষেপের ফলে মানবাধিকার এবং মানুষের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

পার্লামেন্টে ভোটাভুটির আগে দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিটমাট করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। দণ্ডবিধি সংশোধনের বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার এবং আমাদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ঔপনিবেশিক ফৌজদারি কোড পরিত্যাগের সময় এসেছে।’

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এ সংক্রান্ত বিলের খসড়া উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সে সময় নাগরিক স্বাধীনতার জন্য হুমকির আশঙ্কা থেকে বিক্ষোভ শুরু হলে প্রক্রিয়াটি কিছু সময়ের জন্য পিছিয়ে যায়। অবশেষে ওই বিক্ষোভের তিন বছরেরও বেশি সময় পর সর্বসম্মতভাবে বিলটির অনুমোদন দিলো ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!