ইন্দোনেশিয়ার পূর্ব জাভা দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গত রোববার স্থানীয় সময় পৌনে ৩টার দিকে ৩ হাজার ৬৭৬ মিটার উচ্চতার আগ্নেয়গিরিটিতে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। খবর রয়টার্সের।
এ কারণে দ্বীপটির হাজারো বাসিন্দাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সোমবার এই সতর্কতা জারি করে আট কিলোমিটার এলাকাজুড়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে সেমেরুর নিকটস্থ বাসিন্দাদের।
স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে মাউন্ট সেমেরুর কাছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, রোববার ভারী বৃষ্টির কারণে আগ্নেয়গিরির লাভা দ্রুত নিচের দিকে ছড়িয়ে পড়ছিল। তবে সোমবার বৃষ্টি কমায় পরিস্থিতি তুলনামূলক ভালো আছে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং প্লেন চলাচলে তাৎক্ষণিক কোনো ব্যাঘাত ঘটেনি।
কর্তৃপক্ষ বলছে, অগ্ন্যুৎপাত শুরুর পর স্থানীয়রা অনেকে এলাকা ছেড়ে গেছেন। সরিয়ে নেয়া হয়েছে প্রায় আড়াই হাজার বাসিন্দাকে।
গত বছর সেমেরুতে অগ্ন্যুৎপাতের ফলে অর্ধশতাধিক মানুষ মারা যায় এবং হাজারের বেশি বাস্তুচ্যুত হয়।