ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে রুশ বাহিনী ক্রমাগত বোমাবর্ষণ ও গুলি ছোড়ার কারণে দেশটির অনেক শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে শীতকাল ইউক্রেনীয় জনগণের জন্য কঠিন হতে যাচ্ছে। রবিবার দিবাগত রাতে এমন শঙ্কার কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।
ভার্চুয়ালি ভাষণে বলেন, এই শীতে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে আমাদের। একে অপরকে আগের চেয়ে আরও বেশি পাশে থেকে সাহায্য করতে হবে। অন্যের আরও বেশি যত্ন নিতে হবে। দয়া করে কেউ জিজ্ঞেস করবেন না, সাহায্য করতে পারবেন কিনা এবং কিভাবে? যখনই দেখবেন কেউ সমস্যায় রয়েছেন তখনই পাশে দাঁড়ান।
গত মাস থেকে ইউক্রেনের বেশির ভাগ বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। লাখ লাখ মানুষ ব্ল্যাকআউটের কবলে পড়ে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ করছে জেলেনস্কির প্রশাসন। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনী এই শীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়।
রবিবার টেলিগ্রামে কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, সোমবার ব্লাকআউট সীমিত হবে। কিন্তু পরিস্থিতি খুবই জটিল রয়ে গেছে।
ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে এবং শীতকালে ইউক্রেনীয়দের সহায়তায় ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: দ্য হিল