ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহায়তার অভিযোগে ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।
ইরানি বার্তা সংস্থা মেহর বুধবার জানায়, ইসরায়েল সরকারের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অপরাধে ওই চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ ও অপহরণে সহায়তা এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে আরও তিনজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের গত জুনে গ্রেপ্তার করা হয়। ইরানজুড়ে চলা পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভের আগেই তারা গ্রেপ্তার হন।