বাংলাদেশের বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলা ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী জেলা ম্যাজিস্ট্রেট সুমন পাল বলেন, “রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় আট দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তিনটি উপজেলা ছাড়া পর্যটকরা অন্য সব জায়গায় যেতে পারবেন।”
রুমা, রোয়াংছড়ি- দুই উপজেলায় পর্যটনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ দশমবারের মতো বাড়ানো হয়েছে ও থানচিতে নতুন নিষেধাজ্ঞা পঞ্চমবারের মতো।
স্থানীয় প্রশাসন আলীকদম উপজেলা ও থানচি উপজেলা থেকে যথাক্রমে ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর নিষেধাজ্ঞা তুলে নেয়।
গত ১৮ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দর্শনার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
পরবর্তীতে ২৩ অক্টোবর একই কারণে স্থানীয় প্রশাসন পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে।
১০ অক্টোবর থেকে, আইন প্রয়োগকারী সংস্থাগুলি জেলায় চরমপন্থী ও অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে।