ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি বাহিনী চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ঘটনা দুটি ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে জাওয়াদ আব্দুল রহমান রিমাউই (২২) এবং দাফের আব্দুল রহমান রিমাভি (২১) নামে দুই সহোদর হাব শহরের রামাল্লার কাছে নিহত হন এবং তৃতীয় ব্যক্তি হেবরন শহরের কাছে বেইত উমমার শহরে মাথায় গুলিবিদ্ধ হন।
রামাল্লার কাছে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, বিষয়টি তদন্ত চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, হামলাকারীরা বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করার পর ইসরায়েলি সেনারা পাল্টা গুলি ছোড়ে।
পশ্চিম তীরের শহরগুলোর রাস্তায় ইসরায়েলি সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটার পর এই এলাকার ফিলিস্তিনি শহরগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের গুলিতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, গাজায় সংঘর্ষের ঘটনায় এ বছর ২০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অপরদিকে ইসরায়েলের সামরিক পরিসংখ্যান বলছে, বিভিন্ন সংঘর্ষে সর্বশেষ হতাহতের ঘটনার আগে এ বছর ১৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ বলছে, এ বছর পশ্চিম তীরে ১২৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।