ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে ন্যাটো। কিয়েভের প্রতি সমর্থন থেকে আমরা পিছু হটবো না। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মিত্র দেশগুলো কিয়েভকে অভূতপূর্ব সামরিক সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন জেন্স স্টোলটেনবার্গ।
তিনি বলেন, পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলো ইউক্রেনকে জ্বালানি, চিকিৎসা সামগ্রী, শীতকালীন সরঞ্জাম, ড্রোন জ্যামার প্রভৃতি সরবরাহ করছে।
ইউক্রেনের জরুরি প্রয়োজন এবং তাদের প্রতি ন্যাটোর দীর্ঘমেয়াদী সমর্থন নিয়ে আলোচনা করতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করেন জেন্স স্টোলটেনবার্গ।