রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ৫০ জন সেনাকে মুক্তি দিয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেন, ইউক্রেন ৪৮ জন সেনা এবং দু’জন কর্মকর্তাকে ফেরত পেয়েছে।
এ সেনাদের মধ্যে নৌবাহিনী, পদাতিক, সীমান্তরক্ষী বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে।
ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের প্রধান ও মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন, এর আগেও তারা ৫০ জন করে বন্দী সেনা বিনিময় করেছেন।
প্রসঙ্গত, কিয়েভ এবং মস্কো এখন পর্যন্ত সহস্রাধিক বন্দী বিনিময় করেছে।