রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চল পুরোপুরি পুনরুদ্ধারের কাছাকাছি বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর ভিটালি কিম। তিনি বলেন, সেখানে রাশিয়ার সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
মাইকোলাইভের ইউক্রেনের আঞ্চলিক গভর্নর জানান, আমরা এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি।
চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ক্লিনবার্ট স্প্লিটে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তার এই ঘোষণার পর মাইকোলাইভ সম্পর্কে এ খবর শোনালেন গভর্নর।
ইউক্রেনে অভিযানের শুরুর দিকে মাইকোলাইভ অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া। তবে হাল না ছেড়ে পাল্টা প্রতিরোধ অব্যাহত রাখে ইউক্রেনীয় সেনারা। এর আগে খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নেয় রুশ বাহিনী। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সেনারা যে বিপর্যয়ে তা স্পষ্ট হয়ে উঠেছে।