বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, “বাংলাদেশের তৈরি রিকশা ইউরোপে যাচ্ছে। ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে দর্শনার্থীদের রিকশায় চড়ার স্বাদ পূরণ করবে ঢাকার রিকশা।”
রবিবার (২০ নভেম্বর) বিজিএমইএ কার্যালয়ে দেশকে ব্র্যান্ডিং করতে বিজিএমইএ’র নতুন উদ্যোগ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ফারুক হাসান বলেন, “২০২৩ সালের জানুয়ারি মাসে প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ওডিআই হুইলচেয়ার টুর্নামেন্টের আয়োজন করা হবে। ব্যতিক্রমী এই উদ্যোগ বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগে থাকতে পেরে বিজিএমইএ আনন্দিত।”
“উই লাভ রিকশা” সংগঠনের সঙ্গে বিজিএমইএ, ম্যানচেস্টার মিউজিয়াম, ব্রিটিশ কাউন্সিল কাজ করছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের প্যাডেলচালিত রিকশার ঐতিহ্য এবং এর সংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই লাভ রিকশা’। প্রাথমিকভাবে দুটি রিকশা পাঠানো হচ্ছে। একটি যাবে ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে অন্যটি দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের ভ্রমণের জন্য।”