তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ার এলাকায় বোমা হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার আনাদোলু এজেন্সিকে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রবিবার ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত এবং ৮১ জন আহত হন। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানান, স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলার ঘটনাকে বিশ্বাসঘাতকা উল্লেখ করে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। হামলায় একজন নারী সহায়তা করেছে বলে প্রাথমিকভাবে জানান তিনি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে ইস্তাম্বুল প্রশাসন।
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।