বাংলাদেশে বর্তমানে তৃতীয় লিঙ্গের সদস্যরা ইতিবাচক গ্রহণযোগ্যতা পেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ের নয় বলে দাবি করেছে “সুস্থ জীবন” নামে একটি সংগঠন। তাই জাতীয় সংসদে নারী-পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে সংঘটনটি।
রবিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ এক সম্মেলন এই দাবি জানান সংগঠনের চেয়ারপার্সন পার্বতী আহমেদ।
বক্তারা বলেন, “অবহেলিত তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন, আইনি সহায়তা, মানবাধিকার ও সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘সুস্থ জীবন’ ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে।”
পার্বতী আহমেদ বলেন, “সমাজকল্যাণ একটা ট্রেনিং দিয়ে ১০ হাজার টাকা ধরিয়ে দেয়। এই টাকা দিয়ে বর্তমান সময়ে একজন তৃতীয় লিঙ্গের সদস্য কীভাবে নতুন কিছু করতে পারেন? নীতিনির্ধারণী পর্যায়ের কেউ এই কথাগুলো বলছেন না। কারণ সেখানে তাদের কোনো প্রতিনিধি নেই। তাই সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গের সদস্যরা।”
অন্যান্য বক্তারা বলেন, “নীতিনির্ধারণী পর্যায়ে হিজড়াদের অংশগ্রহণ ছাড়া সব জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়।”
তারা এই গণসমাবেশের মাধ্যমে সংসদে অংশ নিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও সার্বিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেন।