ইউক্রেনে দখলকৃত খেরসনে বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ করে যাচ্ছে রাশিয়া। মস্কো মনোনীত স্থানীয় প্রশাসন এই দাবি করেছে। তারা দাবি করেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনে ইউক্রেনের সন্ত্রাসী হামলার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটি। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।
সেপ্টেম্বরে ইউক্রেনীয় চারটি ভূখণ্ডকে রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণা করে। খেরসন এই চারটির মধ্যে একটি ভূখণ্ড। রবিবার তিনটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়।
ক্রেমলিনপন্থী প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমোসোভ সোমবার বলেছেন, মূল শহরে আংশিকভাবে বিদ্যুৎ ও কানেক্টিভিটি চালু হয়েছে।
রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনীয় হামলা হয়েছে বারিস্লাভ-কাখোভকা বিদ্যুৎ লাইন এবং কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রে।
ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান। গত কয়েক দিন ধরে পশ্চিম তীর থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ শহর ছেড়েছেন।
খেরসন পুনরুদ্ধারে ইউক্রেনে পাল্টা আক্রমণে এখন পর্যন্ত দেশটি ৮৮টি বসতি মুক্ত করেছে তারা। যা খেরসনে রাশিয়ার দখলকৃত মোট ভূখণ্ডের ১৩ শতাংশ