অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টূয়েলভ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার ব্যাটার দানুশকা গুনাথিলাকা এখনই দেশে ফিরছেন না। এই লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শুধু তাই না, ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে গ্রেপ্তারও হতে হয়েছে।
অস্ট্রেলিয়ার পুলিশের বরাত দিয়ে সিএনএন এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২৯ বছরের এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে শনিবার (৫ নভেম্বর) গভীর রাতে সিডনির টিম হোটেল থেকে দানুশকা গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে ছাড়াই শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়া ছেড়েছে বলে জানা যায়।
রবিবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে, নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমান্ডার জেইন ডোহার্টি জানান, ডেটিং অ্যাপের মাধ্যমে ওই নারীর সঙ্গে দানুশকা গুনাথিলাকার পরিচয় হয়। বেশ কয়েকদিন ধরে আলাপের পর লঙ্কান ক্রিকেটারের সঙ্গে ওই নারীর সাক্ষাৎ হয়। এরপর গত বুধবার সন্ধ্যায় রোজ বের একটি আবাসনে গুনাথিলাকা ওই নারীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে ওই নারী সিডনি পুলিশের কাছে দানুশকা গুনাথিলাকার বিরুদ্ধে ধর্ষণসহ মোট চারটি অভিযোগ করেন, যার মধ্যে রয়েছে যৌন আচরণের সময় তাকে বেশ কয়েকবার লাঞ্ছিত করাও। এসবের পরিপ্রেক্ষিতেই গুনাথিলাকাকে গ্রেপ্তারের পর সিডনি সিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও বিষয়টির ওপর তারা সজাগ দৃষ্টি রাখছে বলে জানিয়েছে। গ্রেপ্তার হওয়ার পর গুনাথিলাকা জামিন আবেদন করলেও তা না মঞ্জুর করা হয়েছে। সোমবার এই লঙ্কান ক্রিকেটারের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। আদালতে দোষী প্রমাণিত হলে এসএলসি এবং আইসিসি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দানুশকা গুনাথিলাকার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি ছিটকে যান। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দলের সঙ্গেই অবস্থান করছিলেন এই লঙ্কান ক্রিকেটার।