টুইটারের মালিকানা বুঝে নেওয়ার পর থেকেই মাইক্রো ব্লগিং সাইটিটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন ইলন মাস্ক। সেই পরিকল্পনার অংশ হিসেবে খরচ কমানোর অজুহাতে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছেন টুইটার সিইও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের প্রায় সাত হাজার কর্মীর মধ্যে ৩,৭০০ জনকে ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন মাস্ক। শুক্রবারের (৪ নভেম্বর) মধ্যে হয়ত তাদের কাছে ছাঁটাইয়ের বার্তা পৌঁছে যেতে পারে।
টুইটারেরর মালিকানা গ্রহণেরপর মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটির বিদ্যমান নীতিতে পরিবর্তন নিয়ে আসতে চান। মাস্কের ইচ্ছা, টুইটারের কর্মীরা অফিসে বসে কাজ করুক। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা আছে।
যদিও টুইটারের এক মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনা নিয়ে দীর্ঘ এক নাটকীয়তা তৈরি হয়। ইলন মাস্কের বিরুদ্ধে এ নিয়ে মামলাও হয়। সেই মামলার দফারফা হওয়ার আগেই ৪,৪০০ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেন তিনি। টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলে লিখেছিলেন “চিফ টুইট”।
টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন ইলন মাস্ক। গত বৃহস্পতিবার টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা সেগাল এবং টুইটারের আইনি নীতি, বিশ্বাস ও নিরাপত্তার প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন তিনি।
এরপর টুইটারের আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ছিল ইলন মাস্কের। প্রথম ধাপে ২৫% কর্মী কমানোর চিন্তা ভাবনা ছিল প্রতিষ্ঠানটি। মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো চাকরি ছাঁটাইয়ের বিষয়টি তদারকি করছেন।