জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী ইলন মাস্ক। এরপরেই তিনি সরিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সিগাল, আইন ও নীতিমালাবিষয়কপ্রধান বিজয়া গাড্ডেকে।
এছাড়াও টুইটার আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। প্রথম ধাপে ২৫% কর্মী কমানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো চাকরি ছাঁটাইয়ের বিষয়টি তদারকি করছেন।
২০২১ সালের শেষে টুইটারের কর্মী ছিল ৭ হাজারের বেশি। আর ২৫% কর্মী ছাঁটাই করলে প্রায় ২ হাজার কর্মী তাদের চাকরি হারাবে।
এ নিয়ে তাৎক্ষণিকভাবে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।