ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচ শতাধিক মানুষ সেতু ভেঙে নদীতে পড়ে যান।
মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।
স্থানীয় সরকারি হাসপাতালের এক চিকিৎসক জানান, অন্তত ৯১ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।
দেশটির টিভি চ্যানেল জি নিউজ জানিয়েছে, ধসের সময় মরবি শহরের মাছু নদীর ওপর সেতুতে ৫০০ জনেরও বেশি মানুষ ছিলেন।
২৩০ মিটার ঐতিহাসিক সেতুটি ১৯ শতকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল। প্রায় ছয় মাস সংস্কার কাজের পর এটি গত সপ্তাহে জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়।
গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।