ফিলিপাইনে ভূমিধস ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরও ৯ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুষলধারে ঝড় এবং বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে মিন্দানাও দ্বীপটি সবচেয়ে ক্ষতিরমুখে পড়েছে। দ্বীপটিতে ৩ লক্ষাধিক মানুষের বসবাস। বহু গাছ উপড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানান আঞ্চলিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো।
সিনারিম্বো বলেন, বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়া স্থানীয়রা অনেকটা বিস্মিত হয়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ইতোমধ্যে উদ্ধারকাজে নেমে পড়েছেন সংশ্লিষ্টরা। বন্যা কবলিত শহর দাতু ওডিসন থেকে ১৬ এবং দাতু ব্লা সিনসুয়াত থেকে ১০, উপি শহর থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ভূমিধসে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
পানিতে তলিয়ে যাওয়া এলাকায় রাবারের নৌকা নিয়ে অন্যান্য উদ্ধারকারীদের পাশাপাশি তৎপরতা চালাচ্ছে সেনা সদস্যরাও।