বাঙালিদের রক্ত নিয়ে করেছিলি তোরা
পুতুল খেলা!
ভেঙেছে হাত!
করেছে মাত তোদের শয়তানি হাসি!
বুদ্ধিতে তোরা বড়ই ছোট!
আমরা ছিলাম খেলারী।
অবুঝ ছিল বাঙালি তখন,
মেনে নিত হেসে খেলে!
আর কে তোদের রক্তাক্ত খেলার চাল ধরে?
আসল এক মানব,যার ছিল প্রবল ইচ্ছা।
বাঙালিদের বাঁচাবে সে নিয়েছিল সে দীক্ষা।
শুরু হল খেলা একটি ভাষণের পর।
ধরে নিয়ে গেল তারা মহানায়ক শেখ মুজিবুর।
নয়টি মাস যুদ্ধ হল
হল রক্তাক্ত পথ
এভাবে তোদের ছাড়তে হল এই বাংলার পথ।
ছাড়া পেল সেই মহান নায়ক শেখ মুজিবুর।
কিন্তু হায়!
স্বপ্ন তার রয়ে গেল অসম্পূর্ণ
ছাড়তে হল পৃথিবী তাকে
পঁচাত্তরের কালরাতে!
সপরিবারে হত্যা হল বঙ্গবন্ধু শেখ মুজিব
এর থেকে আর দুঃখ কি থাকে বল হে বাঙালি।
বিদায় জানালো বাঙালি তাকে অশ্রুসিক্ত হাতে
আবার কি আসবে সে সেই বাঘের হুংকার দিয়ে
বাংলার আঁকে বাঁকে।
আবার কি বলবে কেও
“এবারের সংগ্রাম আমদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমদের স্বাধীনতার সংগ্রাম।”
কবিতা ‘রক্তাক্ত বাঙালির মহানায়ক’
এই নিবন্ধটি শেয়ার করুন
সাজ্জাদ হুসাইন শানু বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন শিক্ষার্থী।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন