লিজ ট্রাসের প্রশাসন ক্ষমতা নেওয়ার কয়েকদিন পর থেকেই তার বিরোধিতা শুরু হয়। নিজ দল কনজারভেটিভ পার্টিরই বেশ কিছু এমপিও তার প্রতি অনাস্থা জানান।
এর মধ্যেই বৃহস্পতিবার (২০ অক্টোবর) ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন লিজ ট্রাস। এ প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন মাত্র ছয় সপ্তাহ আগে, কিন্তু তার পর থেকেই তার সরকারের আর্থিক কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
বিতর্কের মুখে অর্থমন্ত্রী কোয়াজি কোয়ার্টেং পদত্যাগের এক সপ্তাহের মাথায় বুধবার পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান।
নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাস। এর ওপর ভর করেই কনজারভেটিভ পার্টির প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন ট্রাস। মূলত এর জেরেই বিতর্ক শুরু হয়।
২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেন এ পর্যন্ত তিন প্রধানমন্ত্রীকে হারিয়েছে।