রুশ-অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ অক্টোবর) ওই চার অঞ্চলে সামরিক আইন জারির এক আদেশে সই করেছেন তিনি। গত মাসে ইউক্রেনের ওই চারটি অঞ্চল বিজয়ের পর নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা দেয় মস্কো।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে রাশিয়ার অন্যান্য অঞ্চলের সঙ্গে নতুন চার অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের তত্ত্বাবধানে একটি বিশেষ সমন্বয়কারী পরিষদ গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে রাশিয়ার “নতুন অঞ্চল” ঘোষণা দিয়ে পুতিন বলেছিলেন, “আমি নিশ্চিত যে রুশ ফেডারেশনের নতুন এই চার অংশকে ফেডারেল অ্যাসেম্বলি সমর্থন জানাবে। কারণ, এটা লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষা ছিল।”
পুতিন বলেছিলেন, “আমরা রাশিয়ার জনগণের জন্য একটি নির্ভরযোগ্য ভবিষ্যত নিশ্চিত করতে বড় মাপের কাজগুলো সমাধানের চেষ্টা করছি।”