ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সেখানকার বিভিন্ন আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এতে তিন জন নিহতের খবর পাওয়া গেছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
টেলিগ্রামে দেওয়া পোস্টে কিরিলো টিমোশেঙ্কো লিখেছেন, একটি আবাসিক ভবনে ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে তিন জন নিহত হয়েছে। আরও ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। কাজ চলমান রয়েছে।’
এদিকে শিল্পোন্নত ২০ দেশের জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এমন দাবি তুলেছেন তিনি।
জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন মাইখাইলো পোডোলিয়াক।