নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। রবিবার (১৬ অক্টোবর) দেশটির মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, অন্তত ২০ লাখ মানুষ এ বন্যায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে দুই লাখ তাদের বাড়ি হারিয়েছে।
মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেন, ‘‘দুঃখজনক খবর হচ্ছে ১৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত বন্যায় ৬০৩ জন প্রাণ হারিয়েছে।’’
উমর ফারুক বলেন, ‘‘বন্যায় ৮২ হাজারের বেশি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে ও প্রায় এক লাখ ১০ হাজার হেক্টর কৃষিজমি পানিতে ডুবে গেছে।’’
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানায়, নাইজেরিয়ায় সাধারণত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হলেও বিশেষ করে আগস্ট থেকে প্রচুর বৃষ্টিপাত হতে দেখা যায়।
২০১২ সালে বন্যায় ৩৬৩ জনের প্রাণহানি ঘটে ও ২১ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।
গত জুন মাস থেকে একটানা বৃষ্টিপাতের কারণে এ বছর বন্যা পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করেছে। এতদিন পরেও পরিস্থিতির উন্নতি হওয়ার লক্ষণ নেই।