সাতদিনের মধ্যে চতুর্থবারের মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (১ অক্টোবর) নতুন করে দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে পূর্ব সাগরে গ্রিনিচ মান সময় ০৬৪৫ ও ০৭০৩ এর মধ্যে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এদিকে উত্তর কোরিয়াকে ঠেকাতে সিউল, টোকিও ও ওয়াশিংটন তাদের যৌথ সামরিক মহড়া জোরদার করেছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌ মহড়ার কয়েকদিনের মধ্যে শুক্রবার সিউল, টোকিও ও ওয়াশিংটন সাবমেরিন বিরোধী মহড়ার আয়োজন করে। এটি ছিল গত পাঁচ বছরের মধ্যে এ প্রথম।
এরপর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো।
জাপানের কোস্টগার্ড বলছে, পরীক্ষামূলকভাবে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিক্ষেপণ করেছে পিয়ংইয়ং।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেন, ক্ষেপণাস্ত্র দুটির একটি ৪০০ কিলোমিটার আরেকটি ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছিল এবং সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল।
টোকিওর পক্ষ থেকে কূটনৈতিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
ইনো বলেন, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এড়াতে পরিকল্পিতভাবে একটি ‘‘অনিয়মিত গতিপথে’’ ছোড়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক কমান্ড বলেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত। উত্তর কোরিয়া কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফরের আগে ও পরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বছর তারা রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।