ষড় কবিতা- কবি আব্দুস সাত্তার বিশ্বাস

আব্দুস সাত্তার বিশ্বাস
আব্দুস সাত্তার বিশ্বাস
2 মিনিটে পড়ুন
সাময়িকী আর্কাইভ

উরান

আমি একটা স্বপ্ন দেখে চমকে উঠলাম
কিছু বিদেশি মানুষ
আমার দেশের সমস্ত মাটি
কেটে নিয়ে চলে যাচ্ছে
কোটি কোটি মাটি কাটা গাড়ি
কোটি কোটি লরি…

পুরো দেশ পুকুর
জল থৈ থৈ
যারা সাঁতার জানে তারা সাঁতার কাটছে
যারা জানেনা ডুবে মরছে
আমি সাঁতার জানিনা
আমি ডুবে মরছি…

আমার দেশের কিছু মানুষ নৌকা চড়ে ঘুরে বেড়াচ্ছে
হাততালি দিচ্ছে আর হাসছে…
কী সুন্দর তারা দেশের মাটি উরান দিয়েছে!

আমার চোখের জল তাদের মৃত্যুতে শুকায় না

সব মানুষের মৃত্যুতে আমার চোখে জল আসেনা
ব্যথা পাইনা
হৃদয় ভাঙেনা
এমনকি মৃত্যুর খবর পেয়েও দেখতে যাইনা
সৎকারে হাজির থাকিনা
ওরা কোটিপতি, ওরা পুঁজিপতি;
ওরা চিরকাল আমাদের…

- বিজ্ঞাপন -

যারা খেটে খাওয়া মানুষ
না খাটলে খেতে পায়না
বউ বাচ্চা শুকিয়ে থাকে
আমার চোখের জল তাদের মৃত্যুতে শুকায় না

বেমানান

কাগজ বেচবেন, কাগজ!
পুরাতন খাতা, পুরাতন বই,
খবরের কাগজ!
হাঁক শুনে বেরিয়ে এলেন এক বৃদ্ধ;
পরনে লুঙ্গি, উদোম গায়—
আমি কাগজ বেচব;
দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে লেখা
খাতার পাতা;
সাহিত্যের সমস্ত ডালপালা আমি ওর মধ্যে…
আমার ভালোবাসার জিনিস।
কোনও লেখকের থেকে চুরি করা নয়;
আমার হৃদয়ের সমস্ত আবেগ থেকে সৃষ্টি;
আলমারিতে যত্ন করে রাখা রয়েছে
কোনদিন ধুলোবালি পড়তে দিইনি।
বেচে দিয়ে একটু বিষ…
আমি ও কাগজগুলো ভীষণ বেমানান!

এবার বোঝ

রবি,
তুই আমার একমাত্র প্রিয় বন্ধু;
মনের যত কথা তোর সামনে খুলে বলা যায়
কোন ব্যাকরণ লাগেনা—
পৃথিবীর সব জায়গায় তোর সাথে হাঁটা যায়
কোন ভয় লাগেনা—
এবার বোঝ, কেন তুই আমার একমাত্র প্রিয় বন্ধু!

প্রস্তাব

তুমি নয় কে নয় বলো, আমিও নয়ই বলি;
তুমি হ্যাঁ কে না বলোনা, আমিও বলি না;
তুমি ঘাসকে ঘাস আর সবুজকে সবুজ বলো
আকাশকে আকাশ আর বাতাসকে বাতাস বলো
মাঠকে মাঠ আর নদীকে নদী, আমিও বলি;
তুমি আকাশে চাঁদ দেখো, সূর্য দেখো
গাছে ফুল, ফল, পাতা,
ফুলে মৌমাছি, মৌচাকে মধুপ,
নদীতে ঢেউ, কূলে নৌকা, আমিও দেখি;
তোমার চোখে যা সুন্দর, আমার চোখেও;
তুমি যেটা পছন্দ করোনা, আমারও পছন্দ নয়;
তুমি যা দেখো আমিও দেখি;
তুমি যা দেখো না আমিও দেখি না;
সুতরাং তুমি আমি এক সাথে থাকতেই পারি, পারিনা!

নিস্তব্ধ গোরস্থানে

আমার কোন জায়গা জমি নেই
পরের ভিটায় বাস

- বিজ্ঞাপন -

যেখানে আমার পূর্বপুরুষেরা শুয়ে আছে
জাগবে না কোনদিন
নিস্তব্ধ সেই গোরস্থানে
একটু খানি জায়গা কিনব

অনন্তকাল করব বাস।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
১৯৭৭ সালের ১৫ই আগস্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার সারাংপুর খাাসপাড়া জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, গল্পকার এবং ঔপন্যাসিক। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু পত্র পত্রিকায় তিনি লেখালিখি করেন। তার মধ্যে আনন্দবাজার পত্রিকা, তথ্যকেন্দ্র পত্রিকা, সৃজন সাহিত্য পত্র 'প্রয়াস', আলো সাহিত্য পত্রিকা, বোধন সাহিত্য পত্রিকা, দুর্বার নিউজ, জিরোবাউন্ডারি কবিতা পত্রিকা ও আরও অনেক পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। প্রিয় নেশা গাছ লাগানো ও বই পড়া।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!