বিশ্বে ক্ষুধার জ্বালায় প্রতি ৪ সেকেন্ডে একজনের মৃত্যু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

প্রতি চার সেকেন্ডে বিশ্বে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্বের ২০০টিরও বেশি বেসরকারি সংস্থা। তারা জানিয়েছে, প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যায়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্ব ক্ষুধা সংকটের অবসান করাতে সংগঠনগুলো আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালসহ ৭৫টি দেশের ২৩৮টি সংস্থা জাতিসংঘের সাধারণ পরিষদের জন্য নিউইয়র্কে জড়ো হওয়া বিশ্ব নেতাদের উদ্দেশে একটি খোলা চিঠিতে এই আহ্বান জানায়।

সংস্থাগুলো বলেছে, এটি খবই বিস্ময়কর যে বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৩৪৫ মিলিয়ন মানুষ এখন তীব্র ক্ষুধা অনুভব করছে, যা ২০১৯ সালের পর থেকে দ্বিগুণেরও বেশি। একবিংশ শতাব্দীতে আর কখনো দুর্ভিক্ষ হতে দেবে না বিশ্ব নেতাদের এমন প্রতিশ্রুতি সত্ত্বেও, সোমালিয়া দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে ৪৫টি দেশে ৫০ মিলিয়ন মানুষ খাদ্য অনিরাপত্তায় পড়তে যাচ্ছে।

- বিজ্ঞাপন -

চিঠির সইকারী ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এলজাবালি বলেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে কৃষির আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনের পরেও আমাদের এই ২১ শতকে এসেও দুর্ভিক্ষের মতো বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। এটি সমগ্র পৃথিবীর জন্য লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাদ্য উৎপাদন ও সরবরাহ বিষয়ে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা অনেক বেশি দেরি করেছি। ভবিষ্যতে যেন একজন মানুষও অনাহারে না থাকে সেই ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!