বরিশালে ছবি আঁকার অন্যতম স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন চারুকলা বরিশাল অনলাইনে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা পালন করেছে।
সকাল ৯ টায় তাদের সদর রোডের কার্যালয় থেকে ফেইসবুক লাইভের মাধ্যমে তারা এই কর্মসূচীর সূচনা করে। চারুকলার শিক্ষাথী শুভদীপ ঘোষ কে এসময় রাখি পড়িয়ে দেয় আরেক শিক্ষার্থী অন্বেষা দাস। পরে এসো হে বৈশাখ চিরাচরিত গানের মাধ্যমে সূচনা হয় বাংলা বর্ষবরণের মূল আয়োজন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ, জানান বাংলার আসাম্প্রদায়িকতার প্রধান উৎসব বর্ষবরণ। এর মাধ্যমে সকল প্রকার অশিক্ষা কূশিক্ষা ও মৌলবাদের বিরুদ্ধে প্রত্যয় গড়ে তোলা হয়।
চারুকলার সংগঠক ফারজানা প্রিয়া জানান, এবার করোনা মহামারীর বিস্তারের কারনে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা সম্ভব হয়নি, তাই অনলাইন ছবি আঁকার প্রতিগোগিতা সহ নানা আয়োজনে বর্ষবরণকে তুলে ধরা হয়েছে । অসাম্প্রদায়িক চেতনার বিকাশের লক্ষ্যে বর্ষবরণ আমাদের অন্যতম প্রধান স্তম্ভ।
এবারে করোনা সচেতনার জন্য গামছা দিয়ে তৈরী মাস্ক, বৈশাখী অলংকরনের ফেইসশিল্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি ও অনলাইনে আকা ছবির বিজয়ীদের মধ্যে কয়েকজনকে সরাসরি পুরষ্কার প্রদান করা হয়।