ইউক্রেনের খারকিভ প্রদেশে রুশ বাহিনী যুদ্ধাপরাধ করেছে এমন অভিযোগকে ‘‘মিথ্যা’’ বলে দাবি করেছেন ক্রেমলিন। সোমবার (১৯ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তারা এ কথা জানান।
চলতি মাসে খারকিভ অঞ্চল ছেড়ে যায় রুশ বাহিনী। এরপরেই ওই অঞ্চলে দখল নেয় ইউক্রেন। দখলের পর ইজিয়ামের কাছে গণকবরে ৪৫০ মরদেহ পাওয়া গেছে বলে দাবি করে জেলেনেস্কি প্রশাসন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ঘটনাস্থলে তদন্তকারীরা হাত বাঁধা মৃতদেহসহ নির্যাতনের প্রমাণ পেয়েছেন। এজন্য রাশিয়ান সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন তিনি।
জেলেনস্কির বক্তব্য সম্পর্কে সোমবার জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটি একটি মিথ্যা। তারা মিথ্যা দাবি করছে।
এর আগে বুচাতেও রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে ইউক্রেন। কিন্তু সেই দাবি প্রত্যাখান করে রাশিয়া।