পাকিস্তানে একসঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছেন ২৫ বছর বয়সী এক নারী। জন্মের পরে এদের মধ্যে একজনের মৃত্যু হয়। এরপর একে একে বাকি পাঁচজনেরও মৃত্যু হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যম জিও টিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অপরিণত অবস্থায় ওই ছয় শিশুর জন্ম হয়। সঙ্গে তাদের ওজনও স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল।
জেপিএমসির গাইনোকোলজি ওয়ার্ডের চিকিৎসক আয়শা ওয়ারিস বলেন, গত মঙ্গলবার ওই গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন শিশুগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেয়। যদিও ওই নারীর একটি সন্তান রয়েছে।
যুক্তরাষ্ট্রের সিডিসি সেন্টারের তথ্যানুযায়ী, ২০১৯ সালের পর থেকে বিশ্বে এক লাখ নারীর মধ্যে ৮৭ জনের এ ধরনের শিশু জন্ম হয়েছে।