আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের প্রশিক্ষণ চলাকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, “প্রশিক্ষণ চলাকালে কাবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতর একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।” কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দাবি করেন তিনি।
গত বছরের ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর ৩০ আগস্ট আফগানিস্তান ছাড়ে সর্বশেষ মার্কিন সেনা।
আফগানিস্তান ছাড়ার সময় যুক্তরাষ্ট্র অনেক সরঞ্জাম ফেলে যায়।আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান বেশ কিছু মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নেয়।তার মধ্যে ব্ল্যাক হক হেলিকপ্টারও ছিল।
তালেবান যেসব মার্কিন আকাশযানের নিয়ন্ত্রণ নিয়েছিল, তার মধ্যে কতগুলো এখন সচল, তা জানা যায়নি।তবে, মার্কিন বাহিনী চলে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বেশি কিছু সামরিক সরঞ্জাম নষ্ট করেছিল।