মালদ্বীপের বিপক্ষে বড় জয়ে সাফের মিশন শুরু করে দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে টাইগ্রেসরা পাকিস্তানি মেয়েদের হারিয়েছে ৬-০ গোলে। এর ফলে প্রথম দল হিসেবে সাফের সেমি নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৬ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন অধিনায়ক সাবিনা। পাশাপাশি গোলের দেখা পান মনিকা চাকমা, সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা।
নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই লিড পায় টাইগ্রেসরা। সাবিনার পাসে দলকে লিড এনে দেন মনিকা।
২৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন স্বপ্না। সাবিনার বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
৩ মিনিট বাদেই ব্যবধান ৩-০ করেন সাবিনা। ৩৪ মিনিটের মাথায় সানজিদার ক্রসে জালের ঠিকানা খুঁজে নিয়ে পাকিস্তানের জালে চতুর্থ গোল ঠুকে দেন দলপতি সাবিনা।
বিরতি থেকে ফিরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৮ মিনিটে বাংলাদেশের হয়ে পঞ্চম গোলের পাশাপাশি নিজের হ্যাটট্রিকের কোটা পূরণ করেন সাবিনা। এবারও অ্যাসিস্টে ছিলেন সানজিদা।
৭৭ মিনিটের মাথায় পাকিস্তানের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ঋতুপর্ণা। আর তাতেই ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদশ।