বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, “আন্তর্জাতিক বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। তবে অচিরেই ডলারের দাম নির্দিষ্ট হবে বলে আশা করা যায়।”
শনিবার (১০ সেপ্টেম্বর) রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আশার খবর হচ্ছে চলতি মাসে বিশেষ করে তেলের দাম কমেছে আমরা শিগগির ট্যারিফ কমিশনের বৈঠক করে অন্তত তেলের দাম সমন্বয় করার পদক্ষেপ নেবো। এছাড়া ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফলকে ফলপ্রসু আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “ভারতের প্রধানমন্ত্রী মোদী তাদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাবার আশা প্রকাশ করেছে। ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি তারা দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত করতে চান। তারা আমাদের সমুদ্র বন্দরগুলো ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন। সেটি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।”