চীনের সিচুয়ান প্রদেশে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
২০১৭ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আহত প্রায় ২৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুডিং পার্বত্য এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।
ভূমিকম্পের প্রভাবে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদুর পাশাপাশি দূরবর্তী প্রদেশগুলোও কেঁপে ওঠে। কম্পনের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস দেখা গেছে। ধসের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, অন্তত একটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রয়টার্স জানিয়েছে, কম্পনের সময় অনেকে এতোটাই আতঙ্কিত হয়ে পড়ে যে, তারা রীতিমতো কাঁদতে শুরু করেছিল। কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে। ভীতিকর এক পরিস্থিতির অবতারণা হয়। কম্পনটি এতোটাই শক্তিশালী ছিল যে, লোকজনের পক্ষে দাঁড়িয়ে থাকাটাই কঠিন ছিল। কিছু বাড়িতে ফাটল দেখা দেয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রাদেশিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।