ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম শামীম; ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক এবং কর্মকর্তা আজিজুল করিম।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাহিদুর রহমান বাদী হয়ে মামলা করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে চেক ও দলিল জাল করে সাবেক ফারমার্স ব্যাংকের (পদ্মা ব্যাংক) গুলশান কর্পোরেট শাখা থেকে আটটি চেকের মাধ্যমে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করেছেন।