দক্ষিণ ইউক্রেনে এখনো প্রচণ্ড লড়াই চলছে। এর মধ্যে রয়েছে রুশনিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে। এ ছাড়া এলাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) গোয়েন্দা সংস্থা। খবর বিবিসির।
যদিও রাশিয়া দাবি করেছে, এই লড়াইয়ে প্রায় ৫০ হাজার সেনা অংশ নেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক পারফরম্যান্স হাইলাইট করেছে— এটি একটি সামরিক কৌশলগত মহড়া। যেমন ভোস্টক, সেনাবাহিনীর বড় আকারের, জটিল অপারেশন পরিচালনা করার ক্ষমতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এই যুদ্ধে ইউক্রেনে অনেক ক্ষতি হয়েছে। ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। ধ্বংস হয়েছে অনেক ঐতিহ্যবাহী শহর। যুদ্ধ এখনো শেষ হয়নি।