পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১ লাখ পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল এবং ২ হাজার তাঁবু।
মো. সেলিম হোসেন বলেন, “কিছু কিছু সামগ্রী মন্ত্রণালয়ের কাছে আছে। বাকি মালামাল জরুরি ভিত্তিতে ক্রয় করে দ্রুত পাঠানো হবে।”
এর আগে গত ৩০ আগস্ট পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় বাংলাদেশ ত্রাণ পাঠাবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, “আমরা যুদ্ধে (১৯৭১) জয়ী হয়েছি। সেই হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা তা আমাদের শিখিয়েছেন। আমরা আর্তমানবতার সেবাই তাদের পাশে আছি।”
প্রসঙ্গত, টানা বর্ষণে পাকিস্তানের এক তৃতীয়াংশ অঞ্চল পানির তলায় ডুবে রয়েছে। আকস্মিক ভয়াবহ বন্যায় রাস্তা, বাড়িঘর ও কৃষকের ফসল ভেসে গেছে- পুরো পাকিস্তান মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি। জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ১ হাজার ১৩৬ জন বন্যার কারণে মারা গেছেন।
বিবিসির সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, বন্যায় মারা যাওয়াদের এক-তৃতীয়াংশই শিশু বলে ধারণা করা হচ্ছে।
দেশটির কর্মকর্তারা ধারণা করছেন, ৩ কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি-অর্থাৎ প্রতি ৭ জনের ১ জন এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সোয়াত উপত্যকায় বন্যার পানিতে ব্রিজ ও রাস্তা ভেসে গেছে। সেখানে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে।