জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া ওই অঞ্চলের লবণাক্ততা বৃদ্ধির প্রবণতা ৬% বাড়বে। একই সঙ্গে ঘূর্ণিঝড় প্রবণ এলাকার আয়তন বৃদ্ধি পাবে প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার। জাতিসংঘের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেন্ট চেঞ্জ (লজিক) প্রকল্পের আয়োজনে এক কর্মশালায় ওই প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির লজিক প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মো. শরিফুল ইসলাম।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়ে বলা হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সঠিক নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও প্রযুক্তি-ভিত্তিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া প্রয়োজন।
আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই কারণে জলবায়ু তহবিল ব্যবহারে খুলনার উপকূলীয় এলাকা অগ্রাধিকার পাওয়ার দাবি রাখে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির প্রবেশ বন্ধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। জলবায়ু তহবিলের অর্থের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে।