ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশাধিকার পেয়েছেন ইরানি নারীরা। আন্তর্জাতিক সংস্থার চাপে দেশটি নারীদের একটি লিগ ফুটবল ম্যাচ দেখার অনুমতি দেয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইরানের রাজধানীর আজাদি স্টেডিয়ামে নিজের পছন্দের দলের রঙে সজ্জিত ও পতাকা বহন করে খেলা দেখেন নারীরা। এমন কিছু ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গাউন পরা নারী সুপারভাইজাররা নারী দর্শকদের স্টেডিয়ামে ঢোকার পথ দেখিয়ে দিচ্ছিলেন। তাদের পুরুষ দর্শকদের থেকে আলাদা করে বসতে দেওয়া হয়। তবে কতজন নারী ওই ম্যাচ দেখতে পেরেছেন তা জানানো হয়নি।
বিশ্ব ফুটবলের পরিচালনা পর্ষদ ফিফা ২০১৯ সালে ইরানকে নির্দেশ দিয়েছিল, কোনো বিধিনিষেধ ছাড়াই টিকিটের চাহিদা অনুযায়ী নির্ধারিতসংখ্যক নারীকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে হবে। ‘‘ব্লু গার্ল’’ নামে পরিচিত এক নারী ভক্ত একটি ম্যাচ দেখতে ছেলেদের পোশাক পরে স্টেডিয়ামে যান। ধরা পড়ার পর জেলে যাওয়ার ভয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যান তিনি। এ ঘটনার পর ফিফার পক্ষ থেকে নির্দেশটি আসে।
প্রস্তুত হচ্ছে স্টেডিয়াম
গত সপ্তাহে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেন, আমরা নারীদের অংশগ্রহণের জন্য স্টেডিয়াম প্রস্তুত করতে পারি সেখানে কোনো বাধা নেই।
১৯৭৯ সালে দেশটির ইসলামী বিপ্লবের পরপরই বড় স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ফিফা ও অন্যদের চাপে গত কয়েক বছরে মহিলাদের শুধুমাত্র কয়েকটি জাতীয় ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, স্টেডিয়ামগুলোকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে। এতে নারীদের জন্য আলাদা অ্যাম্বুলেন্স থাকবে, তাদের বসার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা হবে।