শরীরে আঘাতের চিহ্ন নিয়ে কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে আসা ডলফিনটি মারা গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে ডলফিনটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, “মঙ্গলবার দুপুরের দিকে ইনানী পাটুয়ার টেক সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত বিচ কর্মীদের পাঠানো হয়। পরে বিচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও সেটি আবার তীরে ফিরে আসে।”
তিনি আরও জানান, “ডলফিনটির পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন ছিল, যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে যায়। এই জলজ প্রাণীটিকে বিচ কর্মীদের হেফাজতে রাখা হয়। পরে বিকেলে ডলফিনটি মারা যায়।”
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ বলেন, “ছবি দেখে যতটুকু জেনেছি, ডলফিনটি ‘বটল নোজ’ প্রজাতির। সাগরের সব জায়গায় এদের বিচরণ। শান্ত স্বভাবের এই ডলফিনগুলো পরিবারকেন্দ্রিক দলবদ্ধভাবে থাকে। পরস্পরের সঙ্গে মারামারিরও কোনো নজির নেই।”
সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, “ডলফিন উদ্ধারের খবর পেয়ে ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ শরীফের নেতৃত্বে একদল বৈজ্ঞানিক ডলফিনের শরীর পরীক্ষা করে। পরে ডলফিনটি ইনস্টিটিউটের পরীক্ষাঘারে নিয়ে আসা হয়। সমুদ্র গবেষণা ইন্সটিটিউটে ডলফিনটির মারা যাওয়ার কারণ নিয়ে ময়নাতদন্ত হবে এবং ডলফিনটিকে সংরক্ষণ করা হবে।”