রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য মারা গেছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী।
সোমবার (২২ আগস্ট) ইউক্রেনীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জালুঝনি এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনের বরাত দিয়ে এএফপি বলেছে, ভ্যালেরি জালুঝিনির ভাষ্য, “ইউক্রেনের শিশুদের একটি বিষয়ে বিশেষভাবে বলা দরকার যে, তাদের অনেকেরই বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে এবং হয়তো এরই মধ্যে যে ৯ হাজার বীর যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে তাদের অনেকেই সন্তানের বাবা।”
গত ৬ মাসের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন উভয়পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো পক্ষই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এই প্রথম ইউক্রেনের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায় থেকে হতাহতের সংখ্যা জানিয়ে বক্তব্য দেওয়া হলো।
এর আগে, গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত এবং ১০ হাজার সৈন্য আহত হওয়ার কথা জানিয়েছিলেন।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের “কোর্ট ফিলসফার” “পুতিনের ব্রেইন” বলে খ্যাত আলেক্সান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনের হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবি স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার দাবি দারিয়া দুগিনার হত্যাকাণ্ডের পেছনে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে।
এফএসবির বিবৃতিতে বলা হয়েছে, এই ঘৃণ্য অপরাধটির পরিকল্পনা করেছে ইউক্রেনের স্পেশাল সার্ভিস এবং বাস্তবায়নও করেছে তারা।