পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তানের মিডিয়া ওয়াচডগ। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২০ আগস্ট) ইসলামাবাদে অনুষ্ঠিত এক সমাবেশে ইমরান খান ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেন। তার কয়েক ঘণ্টা পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে এএফপি।
গত সপ্তাহে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইমরান খানের সহযোগী শাহবাজ গিলকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর ২০ আগস্ট একটি জনসমাবেশে ইমরান খান তার সহযোগীর সঙ্গে এরূপ আচরণের জন্য পাকিস্তানের নির্বাচন কমিশন, এক নারী ম্যাজিস্ট্রেট ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলার হুমকি দেন।
এদিকে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলছে, বারবার সতর্ক করার পরেও টেলিভিশন চ্যানেলগুলো ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের’ বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ইমরান খান তার বক্তব্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি ক্রমাগত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এতে আইনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, ইমরানের বক্তব্য সংবিধানের ১৯ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন এবং মিডিয়ার আচরণবিধির বিরুদ্ধে ছিল। তাই তার রেকর্ড করা বক্তব্য পর্যবেক্ষণ এবং সম্পাদকীয় নীতি নিশ্চিত করে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পর সম্প্রচারের অনুমতি দেওয়া হবে।