ভারত সম্পর্কে সাম্প্রতিক বক্তব্যের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের সাহায্য চাইতে পারবেন না, কারণ সংবিধান বলছে জনগণই সকল ক্ষমতার উৎস।
এতে বলা হয়, “আপনি বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রীর পদে থাকার অধিকার হারিয়েছেন।”
বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
যদিও পরেরদিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তিনি ভারত সরকারকে বলেছিলেন ভারত স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করলে বাংলাদেশ খুশি হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি চান।