বরগুনায় জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে ছাত্রলীগের ওপর পুলিশের লাঠিচার্জে ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাঠিচার্জের সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরন্দ্র দেবনাথ সম্ভু।
তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- পাথরঘাটা বামনার সার্কেল এসপি তোফায়েল হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে বরগুনা জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।
এর আগে সোমবার (১৫ আগস্ট) রাতে একটি শোকসভা অনুষ্ঠানে ‘পুলিশের উদ্দেশ্যই ছিল মারপিট করা’ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শম্ভু। এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাররম আলীকে বরখাস্ত করার দাবি জানান।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান জানান, শোক দিবসে ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল।