ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেম (জেরুজালেম ওল্ড সিটি) শহরের কাছে একটি যাত্রীবাহী বাসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী।
এতে সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। রবিবার (১৪ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।
এএফপির প্রতিনিধি উল্লেখ করেন, ঘটনার স্থান থেকে ইহুদিদের প্রার্থনাস্থল ওয়েস্টার্ন ওয়াল বেশি দূরে নয়। হামলার পর ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোররাতে হামলার পর পালিয়ে যাওয়া বন্দুকধারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এমডিএ প্যারামেডিকস একটি বিবৃতিতে বলেছে, আমরা খুব দ্রুত ঘটনাস্থলে ছিলাম। মা’লে হাশালোম স্ট্রিটে আমরা একটি যাত্রীবাহী বাসকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখি, পথচারীরা আমাদেরকে ৩০ বছর বয়সী দুই পুরুষের চিকিৎসার জন্য ডেকেছিল, যারা বন্দুকের গুলিতে আহত হয়েছিল।
এমডিএর মুখপাত্র জাকি হেলার বলেন, হামলায় ছয়জন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। আহতদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।