নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ের দক্ষিণ পাশের র্খ্দ্দোনারায়ণপুর লাটাহার সেতুতে দুর্ঘটনাটি ঘটে। তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে যায়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের ইট ব্যবসায়ী মো. আব্দুল খালেকের ছেলে শিমুল (৩০) তার স্ত্রী জিনিয়াকে (২৫) নিয়ে নিজস্ব প্রাইভেটকারে করে নওগাঁর দিকে আসছিলেন। পথিমধ্যে একটি ট্রাক ওই কারের সামনে দিয়ে মহাসড়কে উঠে পড়ে।
তিনি বলেন, “ট্রাকটিকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডার ভেঙে রাস্তার পূর্ব পাশের খালে পড়ে যায়। এ সময় গাড়িটি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। শিমুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় লোকজন ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে গাড়ির গ্লাস ভেঙে তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। নিহত শিমুল কিছুদিন আগে বিয়ে করেছেন। সম্প্রতি তিনি ওই গাড়িটি কিনেছেন। তার স্ত্রী জিনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন।