বাগেরহাটের রামপালে যৌতুকলোভী পাষন্ড স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সায়মা বেগমের পিতা আশ্বাস আলী মোড়ল রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাহের পর থেকেই মাদকাসক্ত স্বামী স্ত্রী সায়মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, পারিবারিক ভাবেই বাগেরহাটের হেলাতলার মোসলেম ফকিরের ছেলে আলমগীর ফকিরের (৫৪) সাথে রামপাল উপজেলার বাছাড়েরহুলা গ্রামের আশ্বাদ আলীর মেয়ে ছায়মা বেগমের (২৮) বিবাহ হয়। কিছুদিন সংসার জীবন অতিবাহিত হতেই নানাবিধ সমস্যার অযুহাত দিয়ে শুরু হয় যৌতুক চাওয়া। সাধ্যমত যৌতুক দিলেও মাদকাসক্ত স্বামী আলমগীর ফকির ও তার বোন আফরোজা বেগম ছায়মা বেগমের উপর চালাতে থাকেন নির্যাতন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আলমগীর ও তার বোন আফরোজা বেগম বাড়ি থেকে ছায়মাকে তাড়িয়ে দেয়।
এবিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন জানান, অভিযোগ পত্রটি হাতে পেয়েছি। বিষয়টি পারিবারিক। আমাদের তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।